কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

একটি ওয়েবসাইট Rank করার জন্য ব্যাকলিংক কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি সব প্রফেশনাল ব্লগারেরই জানা আছে। কিন্তু ব্লগিং সেক্টরে যারা নতুন তারা হয়ত জানেনই না যে কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন এই বিষয়ে।

কিন্তু ব্যাক লিংক তৈরি করা একটি ওয়েবসাইটের অফ পেজ এসিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকে আমরা জানবো নতুন ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করার নিয়ম। এবং সর্বশেষে জানবো আমাদের ওয়েবসাইট  DK POST থেকে কিভাবে আপনি ব্লগিং সাইটের জন্য বা যেকোনো ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নিতে পারবেন।

প্রথমেই জানবো ব্যাকলিংক কি এবং ব্যাকলিংক কিভাবে একটি ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন সেই বিষয়ে বিস্তারিত।

Backlink কি ?

আপনার ওয়েবসাইটের একটি লিংক অন্য কোনো ওয়েবসাইটের পোস্ট বা ওয়েবসাইটের পোস্ট কমেন্ট অথবা যেকোনো অনলাইন প্লাটফর্মে আলাদাভাবে সাবমিট করলে ওই লিংকগুলর কাছে আপনার সাইটের ব্যাকলিংক হিসেবে নির্বাচিত হয়।

তবে কোয়ালিটি ব্যাকলিংক বলে ব্যাকলিংক জগতে একটি কথা আছে।

যেখানে প্রত্যেক ব্যাকলিংককে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হাই কোয়ালিটি ব্যাক লিংক এবং লো কোয়ালিটি ব্যাকলিংক হিসেবে ধরা হয়।

আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট

একটি হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট থেকে আপনার সাইটে একটি ব্যাকলিংক আসলে অন্যান্য ভাবে লো কোয়ালিটির এক হাজার ব্যাকলিংকের সমান কাজ করবে।

তাই আপনার উচিত বিভিন্ন ব্লগ থেকে আপনার নতুন সাইটের জন্য ব্যাকলিংক নেওয়া।

ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন ?

বিভিন্ন ভাবে ব্যাকলিংক তৈরি করা যায়। যেমন কোয়ারায় প্রশ্ন উত্তর দিয়ে সেখানে রিলেটেড পোষ্টের লিংক দিয়ে দিতে পারেন। ফেসবুকে শেয়ার করতে পারেন। টুইটারে শেয়ার করতে পারেন।

কিন্তু সব থেকে হাই কোয়ালিটি ব্যাকলিংক নেওয়ার জন্য আপনার অবশ্যই কোনো না কোনো ব্লগ ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতেই হবে।

কোয়ালিটি ব্যাকলিংক কিভাবে নিবেন । কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোয়ালিটি ব্যাকলিংক নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া। তবে এজন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।

প্রত্যেকটি ব্যাকলিংকের জন্য ওয়েবসাইট ভেদে কম বেশি টাকা চার্জ করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ গুগল কিভাবে কাজ করে 

কিছু টাকা খরচ করে হলেও আপনি যদি বাকি সব ঠিক রাখতে পারেন আপনার ওয়েবসাইটের তাহলে ৫ থেকে ১০ টি হাই কোয়ালিটি ব্যাকলিংক নিয়ে দেখুন।

কিছুদিনের মধ্যেই আপনিই বুঝতে পারবেন আপনার সাইটের উন্নতি।

আমাদের থেকে কিভাবে ব্যাকলিংক নিবেন?

আমাদের সাইট নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন।

দেড় বছরের বেশি বয়স আমাদের ডোমেইনের।

এবং ডোমেইন অথরিটি ও মোটামুটি উন্নতির দিকে এগসশে প্রতিনিয়ত।

এই যেকোনো ক্যাটাগরির যেকোনো পোষ্টে আপনি হাই কোয়ালিটি ব্যাকলিংক নিতে পারবেন চাইলেই।

আরও পড়ুনঃ ফ্রিতে ব্লগ সাইট খোলার নিয়ম | How to Create A Free Blog Site by Blogger

এজন্য আপনাকে খুব কম পরিমাণ টাকা খরচ করতে হবে।

মনে রাখবেন ভালো জিনিসের জন্য টাকা ইনভেস্ট করা বিফলে যায় না।

এছাড়া আপনার জন্য সস্তির খবর হচ্ছে যে আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে একাধিক ব্যাকলিংক নেন তাহলে মোটামুটি ৩০ থেকে ৫০ পারসেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট পেয়ে যাবেন।

আমাদের কাছ থেকে ব্যাকলিংক নিতে হলে প্রথমে আমাদের কোন পোষ্টের মধ্যে ব্যাকলিংক নিবেন সেটি দেখুন।

এরপর ওই পোষ্টের লিংক বা তাইতেল নিয়ে আমাদের যাথে যোগাযোগ করুন।

আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের Contact Form ব্যবহার করতে পারেন।

এবং আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন।

পোষ্টের শেষে আমাদের ফেসবুক পেজ লিংক ফেসবুক গ্রুপ লিংক এবং টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে।

ব্যাকলিংক সম্পর্কিত সর্বশেষ

কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন এটি বলে শেষ করা যাবে না।

তবে কোয়ালিটিফুল ব্যাকলিংক নিতে কোনো না কোনো ওয়েবসাইট থেকেই নিতে হবে আপনাকে ব্যাকলিংক।

ব্যাক লিংক সম্পর্কিত যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন এই পোষ্টের কমেন্ট বক্সে।

খুব দ্রুত আপনার করা প্রশ্নের উত্তর দেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের সাথে যোগাযোগ করার জন্য যেকোনো একটি মাধ্যম ব্যবহার করুন।

Facebook Page – DK POST  ।  Facebook Group – DK POST  ।  Telegram Channel  – DK POST

8 thoughts on “কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন”

  1. Hi,

    I am interested in taking some backlinks from your website. Please can you reply with the price per backlink?

    Many thanks.

    Reply
  2. উপকারি তথ্য। এ ধরনের আরও লিখা আশা করছি।

    Reply
  3. হ্যালো, আমার একটি ওয়েবসাইট আছে jobshunt365 . com এটার জন্য আমি আপনাদের থেকে ব্যাকলিংক নিতে চাই? আপনারা যদি ইমেইলের মাধ্যমে আমার সাথে একটু কন্টাক্ট করেন তাহলে খুব ভালো হয় .

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.